প্রথম থেকেই এনআরসির বিরুদ্ধে সুর চড়িয়ে এসেছেন তিনি৷ এবার মালদার প্রশাসনিক সভা থেকে ফের একবার এনআরসি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাফ জানালেন, ‘যেখানে আমি হচ্ছি গ্যারান্টার৷ সেখানে নাগরিকত্বের কোনও ভয় নেই৷’ এদিন তৃণমূল নেত্রী বলেন, ‘এনআরসি নিয়ে আবার চিঠি পাঠিয়েছে ওঁরা। ডায়রেক্ট চিঠি পাঠায়নি। আপনাদের কথা দিচ্ছি, আমি করব না, করতেও দেব না। ভোট এলেই ওঁরা এই ধরনের চিঠি দেয়। যেটা আসামে করেছে, সেটা ওঁরা করতে চায়। কিন্তু নিজেদের নামগুলো ভোটার লিস্ট এ অবশ্যই তুলবেন। ভোটটা আপনাদের নাগরিক অধিকার। যাতে ওঁরা বলতে না পারে৷’
গঙ্গা ভাঙন নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বকেয়া টাকা নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন৷ বলেন, ‘গত ৫ বছরে একটা টাকাও দেয়নি কেন্দ্র। আমরা তো এই ৫ বছরে ১ হাজার কোটি টাকা খরচ করেছি ভাঙন রোধে। কিন্তু এই টাকাটাও জলে চলে যাচ্ছে। গঙ্গাভাঙন আজ থেকে ১৫ বছর আগে যেটা ছিল আজ এটা অনেকটা বেড়ে গিয়েছে। কিন্তু প্রতি বছর টাকাটা যাচ্ছে। টাকাটা জলে চলে যাচ্ছে। সিএসকে বলব নীতি আয়োগের সঙ্গে কথা বলতে। একটা সুন্দরবন প্ল্যান, গঙ্গা প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যানের কথা বলতে। ঘাটাল মাস্টার প্ল্যান আজও পড়ে আছে। আগামিকাল আমাদের ১২ বছর পূর্ণ হবে। আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি।’
