মালদায় যখন নবজোয়ার কর্মসূচি নিয়ে হাজির হয়েছেন তিনি, তখন সেখানে একের পর এক তৃণমূলের নেতার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর, ইডি। এ নিয়েই এবার কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, যত ইডি, সিবিআই দেখাবে তত আন্দোলনের তীব্রতা বাড়বে।
এর আগে তিনি বলতেন, আমার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হলে বলতে হবে না ফাঁসির দড়িতে ঝুলে পড়ব। এবার যদিও মালদায় দাঁড়িয়ে সেই অভিষেক বললেন, আগামী দিনে লড়াই খুব কঠিন। তাই যোগ্য প্রার্থী বসাতে হবে। পঞ্চায়েতে ঘর, রাস্তা যে দেবে তাকেই দেখবেন। অনেক চমকে ধমকেও আমার কেশাগ্র স্পর্শ করতে পারেনি।
উল্লেখ্য, এর আগে একাধিকবার কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদকে তলব করেছিল। এবং প্রতিবারই হাজিরা দিয়েছেন তিনি। শুধু তাই নয়। সেখান থেকে বেরিয়ে হুঁশিয়ারিও দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। এবারও নবজোয়ার কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিলেন তিনি।