তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে এবার উল্টে বিপাকে পড়ল গেরুয়া শিবিরই। ময়নায় নিহত বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে ব্লিচিং দিয়ে সাফ করার হুমকি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! তৃণমূলে থাকাকালীন শুভেন্দুর সেই ভিডিয়ো বুধবার রাতে ফাঁস করে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যার ফলে গোটা রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। কুণাল ওই ভিডিয়ো সামনে এনে টুইটে দাবি করেন, ‘ময়নায় নিহত বিজয় ভুঁইয়ার নামে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু কী বলেছিল, শুনুন। তাই ওখানে আদি-নব্য বিজেপির বিবাদ ছিল। এই হত্যাকাণ্ডে শুভেন্দুকেও জেরা করা দরকার। পিছনে গভীর চক্রান্ত থাকতে পারে। তদন্ত হোক।’
কুণালের টুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে, শুভেন্দু ভাষণ দিচ্ছেন। বলছেন, ‘যেমন অসুখ, তেমন ওষুধ আমার কাছে আছে।’ এরপরই কয়েকজনের নাম উল্লেখ করেন শুভেন্দু। তাঁদের মধ্যে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার নামও বলেন। তিনি সকলের নাম কাগজে লিখে নিয়ে যাচ্ছেন, এ কথা বলার পরই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘বাকচার আবর্জনা আমি পরিষ্কার করব। কী ধরনের ব্লিচিং-ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হয় তা শুভেন্দু জানে।’ অর্থাৎ, নিহত বিজেপির বুথ সভাপতি বিজয় ভুঁইয়াদের সেই সময় ব্লিচিং-ফিনাইল দিয়ে সাফ করারই হুমকি দিয়েছিলেন বর্তমান বিরোধী দলনেতা।
এর পাশাপাশি আরেকটি টুইটে আরও একটি ভিডিয়ো তুলে ধরেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাতে দেখা যাচ্ছে, বিজেপি কর্মী বিজয় ভুঁইয়ার বাড়ি থেকে বোমা তৈরির মশলা উদ্ধার করছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে বিজয়ের স্ত্রীকেও। কুণাল এই ভিডিও প্রকাশ করে টুইটে লিখেছেন, ‘২৬ সেপ্টেম্বর ২০২০, অধুনা নিহত বিজয় ভুঁইয়ার বাড়ি থেকে বোমা তৈরির মশলা ইত্যাদি উদ্ধার করে পুলিশ। দেখুন সেদিন তাঁর স্ত্রীর ভিডিও।’ গতকাল রাতে ভিডিয়ো দুটি প্রকাশ করে কুণাল দাবি করেন, ময়নার ঘটনায় শুভেন্দুকে তদন্তের আওতায় আনাতে হবে। এদিকে, তাদের দলনেতা তৃণমূলে থাকাকালীন বিজয়কে ব্লিচিং দিয়ে সাফ করার হুমকি দিয়েছিলেন, এই ভিডিয়ো ফাঁস হয়ে যাওয়ায় চাপে পড়ে গিয়েছে রাজ্য বিজেপিও।