বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই মহারাষ্ট্রের রাজনীতিতে গুঞ্জন শোনা যাচ্ছিল, এনসিপি ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। এই জল্পনার মাঝেই গত মঙ্গলবার সকলকে চমকে দিয়ে এনসিপি প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান শরদ। আর তাঁর এই ঘোষণার পর শুধু দলের অন্দরেই নয়, জাতীয় রাজনীতিতেও শোরগোল পড়ে যায়। রাতেই কাকার সঙ্গে কথা বলতে ছোটেন অজিত পাওয়ার। তিনি ও একাধিক এনসিপি নেতা পাওয়ারকে অনুরোধ করেন, তিনি যেন সভাপতি পদ থেকে ইস্তফা না দেন। ইস্তফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তার জন্য ২-৩দিন সময় চেয়ে নিয়েছিলেন প্রবীণ এনসিপি নেতা।
এবার দলীয় সূত্রে জানা গেল, আগামিকাল, শুক্রবারই তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামিকাল মুম্বইয়ে এনসিপির বৈঠকের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, জানা গিয়েছে, শরদ পাওয়ারের ইস্তফার পরই তাঁর কন্যা তথা লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলেকে ফোন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলেকে ফোন করেন। শরদ পাওয়ারের ইস্তফার সিদ্ধান্ত নিয়েই দুইজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তবে শরদ পাওয়ারের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
