জমি নিয়ে এখনও অব্যাহত জটিলতা। সম্প্রতিই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার তার প্রতিবাদে আন্দোলনের আরও জোরালো করতে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ট্রেনে চড়ে মালদহ যাওয়ার পথে বোলপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা দলীয় নেতা-কর্মীকে এই নির্দেশ দেন তিনি। বুধবার সন্ধে ৬টা ৩ মিনিট নাগাদ বোলপুর স্টেশনে পৌঁছয় সরাইঘাট এক্সপ্রেস। ওই ট্রেনে চড়েই মালদহে যাচ্ছেন মমতা। দলনেত্রী যাওয়ার খবর পেয়ে আগেভাগেই বোলপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ভিড় জমান তৃণমূল নেতা-কর্মীরা। অন্যান্যবারের মতো এবারও মমতার প্রিয় বীরভূমের মুড়ি এবং চপ তাঁর হাতে পৌঁছে দেয় স্থানীয় নেতৃত্ব। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে জনসংযোগও সারেন মমতা।
আগামী ৬ ও ৭ই মে অমর্ত্য সেনের বাসভবন ‘প্রতীচী’র সামনে লাগাতার ধরনা কর্মসূচির নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। জেলা তৃণমূল সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নেতৃত্ব দেওয়ার কথা বলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠীকোন্দল এড়িয়ে চলার বার্তাও দেন। এরপর রামপুরহাট স্টেশনেও ট্রেন থামলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে জনসংযোগ সারেন মমতা। এদিকে, বর্ধমান স্টেশনে মমতার সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়েছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। হাতে ছিল মিহিদানা। ট্রেন থামতেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা। মিলেমিশে কাজ করার বার্তাও দেন। তবে মিহিদানা মমতার হাতে তুলে দিতে না পারায় হতাশ হন বিধায়ক। লক্ষ্মীবারে মালদহে একাধিক কর্মসূচি রয়েছে মমতার। তারপর মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেবেন তিনি।