২০২৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দিল্লীর লালকেল্লা থেকে হুগলির তাঁতের শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শ্রীরামপুরের শ্রমিক সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে এমনই ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গতকাল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল জেলা আইএনটিটিইউসির উদ্যোগে চাঁপদানি পলতার ঘাট এলাকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশেই উপস্থিত ছিলেন দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত। এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী সহ জেলা নেতৃত্ব।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বরাবরের সুবক্তা ঋতব্রত বলেন, ‘২০২৪-এ দেশের প্রথম বাঙালী প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লী লালকেল্লা থেকে হুগলির তাঁতের শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আর ভারতবর্ষের স্বপ্ন সেই ভাষণে জীবন্ত হবে।’ গতকাল আট ঘণ্টা কাজের অধিকার ও তাঁদের ন্যায্য পাওনার দাবি দাওয়া নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, ‘কেন্দ্র সরকারের (লেবার কোড) শ্রমিক আইন মোতাবেক ৮ ঘণ্টা কাজের পরিবর্তে ১২ ঘণ্টা করে দেওয়ার চেষ্টা চলছে। শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র,তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গেলে রাস্তা নেমেই লড়াই করতে হবে। সেই কারণেই জেলার বিভিন্ন প্রান্তে শ্রমিক সমাবেশ করা হচ্ছে।’