প্লে-অফের রাস্তা ক্রমেই কঠিন হয়ে পড়ছে নাইটদের সামনে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর ছন্নছাড়া কেকেআর শিবির। একের পর এক ম্যাচে ভুল দল গঠন থেকে শুরু করে দলের ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্স, সবকিছুরই মাশুল গুনতে হয়েছে নাইট রাইডার্সকে। হারতে হারতে পয়েন্ট তালিকায় আট নম্বরে তারা। জয়ে ফেরার একটা সুযোগ রয়েছে কলকাতার সামনে। প্রতিপক্ষ সেই হায়দ্রাবাদ। গত ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে কেকেআর। দলে সমস্যার অন্ত নেই। বোলিং আক্রমণ কাজ করছে না। তেমন ছন্দে নেই ব্যাটাররাও।
উল্লেখ্য, এখনও খাতায় কলমে প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে কেকেআরের। তবে হায়দ্রাবাদের কাছে হেরে গেলে শেষ চারে যাওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। তাই এই ম্যাচে জিততেই হবে। হায়দ্রাবাদ কেকেআরকে হারালেও তাদের পারফরম্যান্সও এমন কিছু আহামরি নয়। কেকেআরের সমান পয়েন্ট (৬) নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে তারা। বৃহস্পতিবার হায়দ্রাবাদের মাঠে খেলা। সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু খেলা। এ বারের আইপিএলে ঘরের মাঠে খুব একটা ভাল ছন্দে নেই হায়দ্রাবাদ। চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে হেরেছে ‘অরেঞ্জ আর্মি’।
