বেশ কিছুদিন ধরেই বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি জট নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অমর্ত্য সেন ১৩ ডেসিম্যাল জমি দখল করে রেখেছেন বলেই অভিযোগ করেছিলেন কর্তৃপক্ষ। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বোলপুরের বাড়িতে গিয়ে পাশে দাঁড়িয়েছেন নোবেলজয়ীর। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে তিনি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে এই নির্দেশ দিয়েছেন, যে বিশ্বভারতী যদি উচ্ছেদ করতে যায় তাহলে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসতে হবে।
তারপরই শুরু হয়ে গেছে আন্দোলনের তোড়জোড়। শান্তিনিকেতনে অমর্ত্যর বাসভবন ‘প্রতীচী’র সামনে তৈরি হচ্ছে মঞ্চ। বিশ্বভারতী বাঁচাও কমিটিও আসরে নেমেছে। আগামী ৬ মে ‘প্রতীচী’র সামনে ধরনায় বসছেন সমাজের বিশিষ্টজনেরা। অংশ নেবেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, গায়ক কবীর সুমন, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ-সহ অন্যান্যরা। জানা গিয়েছে, কবীর সুমন প্রতীচীর সামনে মুক্তমঞ্চে প্রতিবাদ স্বরূপ একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। নিজের ফেসবুক পোস্টে ওইদিন সন্ধে ৬টায় ‘রবীন্দ্রগানে প্রতিরোধ’-এ শামিল হতে সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।
