গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে মামলা করা হল। আরজেডি ও জেডিইউ নেতারা গোয়ার মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি বিহারিদের নিয়ে অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী। যে মন্তব্য তিনি করেছেন তা একেবারে নিন্দার। তাঁদের দাবি, বিহার ও উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন প্রমোদ সাওয়ান্ত। তিনি বলেছিলেন উপকূল এলাকায় ৯০ শতাংশ অপরাধের জন্য বিহার ও উত্তর প্রদেশের শ্রমিকরা দায়ী। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।
তারপরই পটনা সিজেএম কোর্টে গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতে গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ করেন জেডিইউ নেতা মণীশ কুমার।
সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, বিহার ও উত্তর প্রদেশের মানুষকে অপমান করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী। দেশের প্রতিটি নাগরিকের দেশের যে কোনও প্রান্তে থাকার অধিকার রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বিহারীরা থাকেন। তারা কঠোর পরিশ্রম করেন। দেশকে পরিচালিত করতে তাঁদেরও অবদান রয়েছে। তিনি আরও জানিয়েছেন, গোয়ার মুখ্যমন্ত্রীকে এবার বিহার ও উত্তরপ্রদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। না হলে তাকে আইনি লড়াইয়ের মুখে পড়তেই হবে।
এদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব একটি বিবৃতিতে জানিয়েছেন, গোয়ার সিএম বিহার ও উত্তর প্রদেশের মানুষদের সম্পর্কে যে কথা বলেছেন তা নিন্দাজনক। তিনি জানিয়েছেন বিহারের বাসিন্দাদের অপমান করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী।