নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। যোগী রাজ্যে মহিলা ও শিশুদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। এবার সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হল এক তরুণীকে। সাহারানপুরের বাসিন্দা ওই তরুণী পুলিশ সুপারকে লিখিত ভাবে এই অভিযোগ জানিয়েছেন, বিয়ে করার জন্য চাপ দিলে উত্তরপ্রদেশের এক পুলিশকর্মী দাদার বাড়িতে নিয়ে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণের করেন।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ পুলিশের এক কনস্টেবলের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। কনস্টেবল বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অভিযোগ, তা করতে গিয়ে দু’বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। কিন্তু বিয়ে করেন না। পুলিশ সুপারকে করা অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, গত ২৫ জানুয়ারি তিনি একটি থানায় ঘটনা জানিয়ে অভিযোগ করেন।
সেই খবর পেয়ে অভিযুক্ত পুলিশকর্মী মিটমাট করতে চেয়ে তরুণীকে একটি ভুয়ো বিয়ের হলফনামায় সই করান। এর পর তাঁকে নিয়ে যান শামলিতে নিজের দাদার বাড়িতে। তরুণীর অভিযোগ, সেখানে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে দুই ভাই মিলে তাঁকে গণধর্ষণ করেন। তাঁকে হুমকি দেওয়া হয়, জানাজানি হলে প্রাণে মেরে ফেলা হবে। নিরুপায় হয়ে তরুণী পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেন।