আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। আর তার আগে সে রাজ্যে বিজেপির হয়ে ভোট প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই কালাবুরাগিতে একটি বিশাল রোড শোয়ে অংশ নেন তিনি। তার ঠিক আগেই কয়েক জন খুদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন দেশের প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী মোদী এবং শিশুদের মাঝে ছিল কাঁটাতার। যা নতুন বিতর্ক উস্কে দিয়েছে।
প্রসঙ্গত, কালাবুরাগির রোড শোয়ে অংশ নিতে যাচ্ছিলেন মোদী। যাওয়ার পথে তিনি দেখতে পান, কয়েকটি শিশু তাঁর নামে জয়ধ্বনি করছে। তা দেখেই তাদের দিকে এগিয়ে যান মোদী। হালকা ভাবেই শুরু হয়ে দু’পক্ষের কথোপকথন। প্রায় মিনিট দু’য়েক সময় প্রধানমন্ত্রী কাটান শিশুদের সঙ্গে। তার পর আবার রওনা দেন রোড শোয়ের উদ্দেশে।
সংবাদ সংস্থার তুলে দেওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মোদী এবং শিশুদের মধ্যে ছিল কাঁটাতার। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতানেত্রীরা। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতের কটাক্ষ, ‘মহাঠগ সঞ্জয় শেরপুরিয়ার সঙ্গে যে প্রধানমন্ত্রী বিমানবন্দরের টারম্যাকে দেখা করে কুশল বিনিময় করেন, শিশুদের সঙ্গে দেখা করতে গিয়ে সেই মোদীকেই কেন কাঁটাতারের বেড়া দিতে হয়! শিশুদেরকেও কি এত ভয় পান মোদী?’