২০২২ সালের মার্চ মাস। অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা দেওয়ানো হবে বলে ‘হুমকি’ দেন। এরপর আজ বুধবার কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দিল আয়কর বিভাগ।
বছর পার করতেই সত্যিই আয়কর হানা দিল বিধায়ক কৃষ্ণের বাড়িতে। সঙ্গে দোসর হল ইডিও। বুধবার সকালে বিধায়কের বাড়িতে যান ইডি আধিকারিকরা। একটি দল অফিসেও হানা দেয়। তদন্তকারীদের সূত্রে খবর, কৃষ্ণের ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই এই অভিযান। পরে জানা যায়, ওই অভিযানে রয়েছেন আয়কর দফতরের আধিকারিকেরাও।
সেই সময় শুভেন্দুর হুমকির বিষয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন কৃষ্ণ। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘খুবই গুরুতর অভিযোগ এটা। বিধানসভায় যে কোনও সদস্য তাঁর কথা বলতেই পারেন। কিন্তু তার জন্য তাঁকে আয়কর দফতরের হুমকি দেওয়া হবে? এর থেকে বোঝা যাচ্ছে ইডি, সিবিআই, আয়কর দফতর কারা চালায়।’