বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া সফর মালদায়। আর তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। শাসক দলের সুপ্রিমো আর সেকেন্ড ইন কমান্ড একসঙ্গে একই জেলায়! সাম্প্রতিক অতীতে এমন উদাহরণ নেই বলেই মত ওয়াকি বহাল মহলের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ট্রেনে চড়ে দু’দিনের মালদা জেলা সফরে আসছেন। তিন তারিখ তিনি মালদা এসে পৌঁছাবেন। চার তারিখ তাঁর পরিষেবা প্রদান অনুষ্ঠান। পাঁচ তারিখ তিনি ফিরে যাবেন কলকাতায়। এ দিকে ওই দুদিন মালদাতেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে ‘নব জোয়ার কর্মসূচি’ নিয়ে তিন তারিখ দিন ভর মালদায় কর্মসূচি রয়েছে অভিষেকের। রাত্রিবাস করবেন চাঁচলে। পরের দিন মালদার অন্য প্রান্তে ঠাসা কর্মসূচি করে রাত্রিবাস করবেন ইংরেজ বাজারে যা মালদা টাউনের অদূরেই। যেখানে থাকবেন মুখ্যমন্ত্রী। এখানেই উঠছে জল্পনা। মুখ্যমন্ত্রী কি চার তারিখ সন্ধ্যেবেলা ইংলিশ বাজারে নব জোয়ার ক্যাম্পে হাজির থাকবেন অভিষেকের সঙ্গে এক মঞ্চে?