মোদী জমানায় এবার ফের গোটা বিশ্বের কাছে মুখ পুড়ল ভারতের। মার্কিন সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের সদ্য প্রকাশিত রিপোর্টে ভারতকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের ঘটনায় ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসাবে চিহ্নিত করতে সে দেশের সরকারকে সুপারিশ করেছে। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের ঘটনায় নজরদারির কাজ করে আসা এই মার্কিন সংস্থা টানা চারবার ভারত নিয়ে উদ্বেগ প্রকাশ করল তাদের বার্ষিক রিপোর্টে।
জানা গিয়েছে, মার্কিন প্রশাসনকে পেশ করা রিপোর্টে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ভারতের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ করার সুপারিশও করেছে। তারা বলেছে, যে সব প্রশাসনিক আধিকারিক এবং এজেন্সির লোকজন ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের ঘটনায় অভিযুক্ত তাদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হোক। তারা যাতে মার্কিন ভিসা না পায় সে ব্যবস্থা করুক প্রশাসন। ওই আধিকারিকদের আমেরিকায় কোনও সম্পদ থেকে থাকলে তাও বাজেয়াপ্ত করে নেওয়া হোক।
