প্রিয়াঙ্কা আত্মবিশ্বাসী, ভোটাররা নির্বাচনে হাত শিবিরকেই ভোট দেবেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার আরজি জানান তিনি। উল্লেখ্য, আগামী ১০ মে কর্ণাটকের নির্বাচন। ১৩ মে ফলপ্রকাশ। শেষ মুহূর্তে প্রচারের ঝাঁজ বাড়িয়ে জনমানসে প্রভাব বাড়াতে মরিয়া কংগ্রেস।
আগামী ১০ মে বিধানসভা নির্বাচন কর্ণাটকে। তার আগে জোরকদমে চলছে প্রচার। এই পরিস্থিতিতে বিজয়পুরায় এক জনসভায় অংশ নিয়েছিলেন গেরুয়া শিবিরের নেতা বাসবনাগৌড়া পাটিল ইয়াতনাল। সেখানেই এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি। কিন্তু কেন হঠাৎ এমন কথা বলতে গেলেন তিনি?
জানা যাচ্ছে, সম্প্রতি উত্তরপ্রদেশে পুলিশ ও সংবাদমাধ্যমের সামনে আততায়ীর গুলিতে নিহত গ্যাংস্টার আতিক আহমেদ প্রসঙ্গেই এমন কথা বলেন তিনি। বিজেপি কর্ণাটকে ফের ক্ষমতায় এলে এবার এই রাজ্যেও উত্তরপ্রদেশের যোগী মডেল ফলো করা হবে, এমনটাই দাবি ছিল তাঁর। তিনি জানিয়ে দেন, ভারত অথবা হিন্দুদের নিয়ে কিছু বললেই গুলি করা হবে। আঙুল দিয়ে গুলি চালানোর ভঙ্গিও করেন তিনি।
রসঙ্গত, আগামী সপ্তাহেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ভোটপ্রচারে সরগরম দক্ষিণের রাজ্য। তার ঠিক আগেই বিজেপি নেতার মুখে এমন বিদ্বেষমূলক মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। তবে তিনি একাই নন। সম্প্রতি বর্ষীয়ান বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা মাইক্রোফোনে আজান নিয়ে আপত্তি তুলেছিলেন। তা নিয়েও বিতর্ক ঘনিয়েছিল।