পুলিশি নির্যাতনের অভিযোগ! আত্মঘাতী হলেন যোগীর রাজ্যের এক পুরোহিত। অযোধ্যার নরসিমহা মন্দিরের পুরোহিত রামশঙ্কর দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ২৮ বছর বয়সী এই পুরোহিত ফেসবুকে নিজের আত্মহত্যা লাইভ করেন। সেখানে তিনি অভিযোগ করেছিলেন পুলিশি নির্যাতনের কারণে এই চরম পদক্ষেপ করছেন তিনি।
জানা গিয়েছে, কয়েকদিন আগে পুলিশ তাঁর বিরুদ্ধে এক প্রবীণ মহন্তের নিরুদ্দেশ হওয়ার অভিযোগে মামলা দায়ের করে। রামশরণ দাস নামে ওই মহন্ত জানুয়ারি মাস থেকে নিখোঁজ। রামশঙ্কর দাসের দেহ সোমবার দুপুরে তাঁর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়।
লাইভ ভিডিওতে রামশঙ্কর অভিযোগ করেন, রাইগঞ্জ থানার পুলিশ তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। কোতয়ালি থানার শীর্ষ আধিকারিক মনোজ শর্মা বলেছেন, পুরোহিত রামশঙ্কর দাস মাদকাসক্ত ছিলেন। আর মাদকের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
গত দুদিন ধরে পুরোহিত নিখোঁজ ছিলেন। পুলিশ খবর পেয়ে তাঁর ঘরে খুলে দেখে, দেহ সিলিং থেকে ঝুলছে। প্রাথমমিক ভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন পুরোহিত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।