অনেকেই ভাবেন দলের টিকিট না পেলে নির্দল হয়ে দাঁড়িয়ে জিতব। কিন্তু নির্দল হয়ে জিতে আসলে দলে আর সুযোগ নেই। এবার দক্ষিণ দিনাজপুরের সভা থেকে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘প্রার্থী পছন্দ না হলে নির্বাচনী প্রচারে যাব না। বুথে বসব না। জিতে গেলে আবার দল করব অনেকেই ভাবেন। দল যাকে প্রার্থী করবে কাঁধে করে তাকে আপনাকেই বৈতরণী পার করাতে হবে, এটাই দলীয় শৃঙ্খলা।’
এরপরই তাঁর সংযোজন, ‘অনেকেই ভাবেন প্রার্থী না হওয়ায় নির্দল হয়ে দাঁড়িয়ে জিতব। আপনাদের একটু দলীয় অনুশাসন মনে করিয়ে দিই। গত পুরসভা ভোটে অনেকে নির্দল হয়ে দাঁড়িয়েছেন। অনেকে জিতেছেন। সব জেলায় দেখে নিন গত ১৪ মাসে যারা নির্দল হয়ে জিতেছিল, তারা অনেক দাদার পা ধরেছিল, কিন্তু তাঁরা দলে ফিরতে পারেনি। এটাই দলীয় শৃঙ্খলা।’
অভিষেকের সাফ কথা, ‘আমি দুটি গ্রাম পঞ্চায়েত হারতে রাজি আছি। কিন্তু দলীয় শৃঙ্খলার ওপরে কেউ নয়। আমি চার জন প্রধানকে পদত্যাগ করিয়েছি। আমি গ্রামে গেছি। দেখেছি কাজ করেনি৷ তাহলে সে প্রধান হয়ে আছে কেন? সে যখন কোনও কিছুই দেখবে না তাহলে প্রধান হয়ে থাকবে কেন? ওসব আগে হত, এখন আর হবে না।’