সামনের বুধবারই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার তিনদিনের মধ্যেই জানা যাবে জনাদেশ কোনদিকে। এই অবস্থায় আক্ষরিক অর্থেই ‘টাকার খেলা’র সাক্ষী ভোটমুখী দক্ষিণী রাজ্য। কয়েকদিন আগেই একটি অটোর ভিতরে দু’জনের কাছ থেকে পাওয়া গিয়েছিল ১ কোটি টাকা। এবার আমগাছের উপরে পাওয়া গেল লুকনো ১ কোটি টাকা! স্বাভাবিক ভাবেই এই টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল তৈরি হয়েছে।
ভোটের দামাম পুরোদমে বেজে গিয়েছে কর্ণাটকে। খোদ মোদীকে দেখা গিয়েছে রোড শো করে পদ্মশিবিরের হয়ে প্রচারে নামতে। ক্ষমতায় ফিরতে মরিয়া হাত শিবিরও। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও জোরকদমে প্রচার করছেন। এই পরিস্থিতিতে মাইসুরুর বাসিন্দা সুব্রহ্মমানিয়া রাইয়ের বাড়ির পাশে আমগাছের উপরে একটি বাক্স উদ্ধার হয়েছে। তাতে রয়েছে কোটি টাকা! স্বাভাবিক ভাবেই এই টাকা নির্বাচনে ব্যবহৃত হতে পারে, এই আশঙ্কাই ঘনীভূত হচ্ছে। বুধবার আমগাছের উপর থেকে উদ্ধার হওয়া ওই টাকা উদ্ধার করেছে আয়কর দফতর।
গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। গত ১৩ এপ্রিল এক অটোর ভিতর থেকেও ১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। আগামী ১০ মে নির্বাচন। তার আগে এই বেহিসেবের টাকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কর্ণাটকে।