সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনে নিল মোদী সরকার। অবশেষে এবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফে।
প্রসঙ্গত, দেশের শীর্ষ আদালতের কলেজিয়ম শিবজ্ঞানমকে স্থায়ী প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করেছিল। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশের কথা জানিয়েছিল। এর পর গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সেই নাম মঞ্জুর করে নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক।
বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। দীর্ঘ ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। এরপর ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। এবার প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন তিনি।