চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে ফের শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায় গেরুয়া সন্ত্রাস। এবার শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ এল বিজেপির বিরুদ্ধে। কেশব হাজরা নামে এক তৃণমূলকর্মী গেরুয়া শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। বিজেপিতে যোগদান করতে রাজি না হওয়ায় তাঁর ওপরে হামলা হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতালের বেডে শুয়ে বিজেপির হাতে আক্রান্ত কেশব হাজরা জানান, ২০২২ সালের নভেম্বরে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি। সম্প্রতি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে আমাকে বিজেপিতে যোগদান করতে হবে বলে চাপ দেওয়া হচ্ছিল। আমি সেই দাবি মানতে অস্বীকার করলে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী আমাকে মারধর করেন। স্বাভাবিক ভাবেই ঘটনার কথা জানাজানি হতেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।