দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। কে কী বলল তাতে কিছু যায় আসে না। সোমবার পয়লা মে দিবস উপলক্ষে একটি রক্তদান শিবির অনুষ্ঠানে যোগ দিয়ে অনুব্রত-সুকন্যার জেল হেফাজত নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
পাশাপাশি, তৃণমূলে নবজোয়ার কর্মসূচী প্রসঙ্গে তিনি বলেন, অনেক মানুষ আসছেন। তৃণমূলের নতুন ভবিষ্যতের আশা দেখছেন মানুষ। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে মানুষ সমর্থন করছেন।অন্যদিকে, সিপিএমের পার্টি অফিস খোলা নিয়ে ঝামেলা প্রসঙ্গে ফিরহাদ বলেন, আমাদের এখানে গণতন্ত্র আছে। সিপিএমের নাচতে না জানলে উঠোন বাঁকা অবস্থা। লোক নেই, জন নেই ,তাই ওদের অসুবিধা হচ্ছে। তৃণমূলের তরফ থেকে কোন অসুবিধা নেই। পার্টি অফিস যে কেউ খুলতে পারে। কর্মসূচি যে কেউ করতে পারে। মানুষ ঠিক করবে কাকে ভোট দেবেন। মানুষই তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছেন।
বিজেপির বিরুদ্ধে মেয়রের অভিযোগ, বিজেপি বাইরে থেকে দুষ্কৃতী এনেছে। আর খুন হয়েছেন তৃণমূল কর্মীরা। পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। এটা উত্তরপ্রদেশ নয় , এটা বাংলা। এখানে পুলিশ প্রশাসন আছে। ন্যায় বিচার আছে। বিজেপির শহীদ তর্পণ প্রসঙ্গে মেয়রের বক্তব্য, এখন তো তর্পন হয় না। ওটা তো পুজোর আগে হয় মহালয়ায়। বিজেপির রাজ্য নেতারা চাইছে লাইম লাইটে থাকতে। কারণ দিল্লীর নেতাদের থেকে বকা খেয়েছে। কোনও কর্মসূচি না পেয়ে এসব করছে।