চোট পেলেন কেএল রাহুল। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলার শুরুতেই আহত হলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে লেগেছে তাঁর। এদিন খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। বেঙ্গালুরুর ইনিংসের দ্বিতীয় ওভারে মার্কাস স্টোইনিসের বল কভার অঞ্চলে মারেন বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। বলের পিছনে দৌড়ন রাহুল।
এরপর হঠাৎই দেখা যায়, পায়ে হাত দিয়ে মাঠেই শুয়ে পড়েছেন তিনি। বল চলে যায় বাউন্ডারির বাইরে। মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রাহুল। তাঁকে দেখতে সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিয়ো। রাহুলকে ঘিরে ধরেন লখনউয়ের ক্রিকেটাররাও। মাঠে আনা হয় স্ট্রেচারও। কিন্তু কিছু ক্ষণ পরে উঠে দাঁড়িয়ে ফিজিয়োর কাঁধে হাত দিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কাজেই রাহুলের চোট চিন্তায় টিম ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।