দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের নেতৃত্বে তৃণমূলের জনসংযোগ যাত্রার একটি সভা আজকে ছিল ওই জেলার হরিরামপুরে৷ সেখানেই ১০০ দিনের কাজে বরাদ্দ টাকা না পাওয়া নিয়ে সুকান্তকে আক্রমণ করলেন অভিষেক৷ পাশাপাশি, লোকসভা ভোটের প্রসঙ্গও তুলে আনলেন৷
অভিষেক বললেন, ‘২০১৯ সালে অর্পিতা ঘোষ দাঁড়িয়ে ছিলেন। আমরা ভেবেছিলাম উনি জিতবেন। কিন্তু উনি প্রায় ৩৩ হাজার ভোটে হেরে যান। সুকান্ত মজুমদার জিতে যান। সাংসদ হওয়ার পরে তিনি হয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। যদিও এই জেলার মানুষের স্বার্থে ১০০ দিনের কাজের টাকা দিতে তিনি বলেননি। উনি একটাও চিঠি কেন্দ্রকে লেখেননি ১০০ দিনের বকেয়া টাকা দেওয়ার জন্য৷’
এর পরে সামগ্রিক ভাবে বিজেপিকেও তুলোধনা করেন অভিষেক৷ বলেন, ‘এঁদের গায়ে জ্বালা কারণ বাংলার মানুষ এঁদের ল্যাজেগোবরে করে হারিয়েছে। তাই এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমার উপর রাগ করে, তৃণমূলকে হারাতে না পেরে, মানুষের ওপর কেন প্রতিশোধ নিচ্ছেন? সুকান্তবাবু, শুভেন্দুবাবু, আমাকে গালাগাল দিচ্ছেন রোজ, দিন। দশটার বদলে কুড়িটা দিন। তবে বাংলার মানুষের টাকা ছেড়ে দিন।’
এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্বের প্রসঙ্গও তিনি টেনে আনেন৷ নিয়ে এসে বলে, ‘মোদী মন কি বাত নিয়ে অনেক ভাষণ দিয়েছেন৷ কিন্তু ১০০ দিনের কাজের টাকা বন্ধ হওয়া নিয়ে গত পরশু তিনি কিছু বললেন না৷’ তার পর ফের সুকান্ত প্রসঙ্গ টেনে অভিষেক বললেন, ‘অনেক ব্যাঙ্ক, বিদ্রুপ করেছেন৷ সুকান্ত মজুমদারকে বলব, এই ছ’টা জেলার বিধানসভায়, ছ’রাত কাটান, তার পর অন্য কথা হবে৷’