মঙ্গলবার আচমকাই এনসিপি প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার। এদিন তিনি ঘোষণা করেন, দলীয় প্রধানের পদ ছাড়তে চলেছেন তিনি। যদিও আগামী দিনে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান কে হবেন, সেই প্রসঙ্গে এখনও দলের তরফে কিছু জানানো হয়নি।
এদিন দুপুরবেলা নিজের আত্মজীবনী বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাওয়ার। সেখান থেকেই ঘোষণা করেন, দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে সক্রিয় রাজনীতি চালিয়ে যাবেন। বক্তৃতায় তিনি বলেন, ‘আমি জানি কোন সময়ে থামতে হয়।’ জানা গিয়েছে, দলের পরবর্তী প্রেসিডেন্ট নিয়োগ করতে বিশেষ প্যানেল গঠন করেছে এনসিপি। সেই প্যানেলে রাখা হয়েছে অজিত পাওয়ারকে।
পাওয়ারের ঘোষণার পরেই প্রতিবাদ শুরু করেন তাঁর অনুগামীরা। ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করতে পাওয়ারকে অনুরোধও করেছেন তাঁরা। তবে দলের তরফে অজিত পাওয়ার বলেন, ইস্তফা প্রসঙ্গে দলের সিদ্ধান্তই মেনে নেবেন সদ্য প্রাক্তন সুপ্রিমো। এনসিপি প্রেসিডেন্ট নির্বাচনী প্যানেলের সদস্য প্রফুল্ল পটেল জানান, আগে থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত কেউ জানতেন না।