কালিয়াগঞ্জের অশান্তি নিয়ে দলের নেতাদের বিশেষ নির্দেশ দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বিজেপি কী করছে তা মানুষকে বোঝাতে সাংগঠনিক বৈঠকের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিতে হবে বাড়তি সময়ও।
উত্তর দিনাজপুরের নেতাদের সঙ্গে আজ সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আজ তিনি বলেন, ছোট ছোট সভা করে মানুষের কাছে বিজেপির কর্মকাণ্ড তুলে ধরুন। বিজেপির অপপ্রচার রুখতে জেলার নেতাদের আরও বেশি করে কালিয়াগঞ্জে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে।
দলকে ওইসব পরামর্শের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিতে বললেন অভিষেক। বিভেদ ভুলে পঞ্চায়েত নির্বাচনে সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে। এমনটাই নির্দেশ অভিষেকের। আজ তিনি তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।