শহরবাসীকে সচেতন করে তুলতে ফের অভিনব পন্থা অবলম্বন করল কলকাতা পুলিশ। চলছে আইপিএলের মরশুম। ছড়িয়ে পড়েছে ক্রিকেট-জ্বর। সোমবার রাত থেকেই নেটদুনিয়ায় আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। ভাইরাল হয়েছে তাঁদের বাদানুবাদের ভিডিও। দুজনকেই মুখে আঙুল দিয়ে বিপক্ষের খেলোয়াড়দের বা দর্শকদের চুপ করিয়ে দেওয়ার ভঙ্গিতে দেখা গিয়েছে। এবার সেই ভঙ্গিকে কোলাজ করে নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়েছে লালবাজার। শুধু তাই নয় সেখানে রয়েছে সাইবার প্রতারণা থেকে বাঁচার সতর্কতাও। উল্লেখ্য, প্রায়ই অজানা নম্বর থেকে কল আসে আমজনতার ফোনে। কখনও ব্যাঙ্কের, বা কিছু মার্কেটিং সম্পর্কিত। তবে সেই ভিড়ে মিশে প্রতারকরাও ফায়দা তোলে। নানান লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা নতুন নয়। ফোনের ওপার থেকে চাওয়া হয় ওটিপি। আর ভুলবশত সেই ফাঁদে পা দিয়ে প্রচুর টাকা খুইয়ে বসেছেন একাধিক মানুষ।
কাজেই সেই কথা মনে করিয়ে দিয়েই কলকাতা পুলিশ নাগরিকদের সতর্ক করে জানায়, কেউ যদি ওটিপি চায় তবে যেন বিরাট ও গম্ভীরের মতোই বলে, ‘চুপ’! সমাজমাধ্যমে এই পোস্ট বেশ সাড়া ফেলেছে। প্রসঙ্গত, অনলাইন পরিষেবায় খুব ভেবেচিন্তে ব্যবহার করতে সচেতন করেন বিশেষজ্ঞরা। একটাই বার্তা, “আপনার একটা ভুল, ডেকে আনবে সমূহ বিপদ।” এই ব্যাপারে বহুদিন ধরে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশের সাইবার সেলও। সচেতনতা বাড়াতে কখনও মিম, কখনও মজার ছলে কিছু ছবি বা ভিডিও পোস্ট করে কলকাতা পুলিশ। এবার সেই তালিকায় যোগ হল বিরাট-গম্ভীর দ্বৈরথও।