প্রবল গরমের মধ্যেই ফের স্বস্তি দিতে আসছে বৃষ্টি। আজ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের ঝড়-বৃষ্টির দিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরেও।পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে সোমবারও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। রবিবার সেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দফতর।
বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে সব জায়গাতেই। সোমবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। অন্যদিকে উত্তরবঙ্গেও আজ থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। হালকা ও মাঝারি বৃষ্টি হলেও পার্বত্য এলাকার জেলাগুলিতে তুলনামূলক বেশি হবে। রবিবার উত্তরবঙ্গ জুড়েই ঝড় ও বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচ জেলাতে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও রাজ্যে তাপমাত্রা একই রকম থাকবে। তবে নতুন করে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।