ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ। অফিসিয়াল ওয়েবসাইটে নয়া নিয়োগের বিষয়ে প্রকাশিত হয়েছে। বুধবার থেকে শুরু আবেদন। অনলাইনে আবেদন করা যাবে।
মোট শূন্যপদ ১৯৮টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে ১০টি শূন্যপদে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল)-এ ২৫টি শূন্যপদে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-এ ৬টি শূন্যপদ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)-এ ২০টি শূন্যপদে, জুনিয়র এগজিকিউটিভ-এ ১১টি শূন্যপদে, জুনিয়র এগজিকিউটিভ (স্টোর্স)-এ ১১টি শূন্যপদে, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) গ্রেড-২-এ ৩০টি শূন্যপদে, অফিস এগজিকিউটিভে ৬০টি শূন্যপদে এবং টেকনিশিয়ান গ্রেড-৩-এ ২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বয়সসীমা: আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বিশেষ তালিকাভুক্তরা নিয়ম অনুযায়ী উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতন: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(ইলেক্ট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সিভিল) পদে মাসিক বেতন ৫৬,১০০-১,৬০,৫০০ টাকা। জুনিয়র এগজিকিউটিভ এবং জুনিয়র এগজিকিউটিভ পদে মাসিক বেতন ৩৭,৪০০-১,০৮,২০০ টাকা। জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)গ্রেড-২, অফিস এগজিকিউটিভ এবং টেকনিশিয়ান গ্রেড-৩ পদে মাসিক বেতন যথাক্রমে ৩৬,৮০০-১,০৬,৭০০ টাকা, ২৯,০০০-৮৪,৫০০ টাকা এবং ২৩,৪০০-৬৮,৯০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া: প্রার্থী নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ মে আবেদনের শেষ তারিখ।