বাম শাসিত কেরালায় যেন রক্ষকই ভক্ষক! সেখানে দোকানদারের অনুপস্থিতিতে ফাঁকা দোকান থেকে ৫০০ টাকা কেজি দরের আমের বেশ কয়েকটি বাক্স চুপিসারে নিজের বাইকে তুলে নিয়ে চম্পট দিয়েছিলেন এক পুলিশকর্মী। যদিও ঘটনার সামনে আসতেই সাসপেন্ড করা হয়েছিল শিহাব নামের ওই পুলিশকর্মীকে। আর এবার একেবারে চাকরি থেকেই বরখাস্ত করা হল তাঁকে।
গত বছরের সেপ্টেম্বর মাসে কেরালার ইদুক্কি জেলার কাঞ্জিরাপল্লী এলাকার একটি ফলের দোকান থেকে বেশ কয়েক বাক্স দামি আম চুরি করেছিলেন শিহাব নামে এআর পুলিশ ক্যাম্পের এক কর্মী। পরে দোকানদার যখন ফিরে এসে দেখতে পান আমের বাক্স গায়েব, তখন চোর ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তিনি। তাতেই আম চুরি করতে দেখা যায় ওই পুলিশকর্মীকে।
এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন ওই দোকানদার। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সে কথা জানতে পেরেই বেশ কয়েকদিনের জন্য পলাতক ছিলেন শিহাব। তবে ততদিনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ে গেছে। কিন্তু অক্টোবর মাসে ওই দোকানদার মামলাটি প্রত্যাহার করে নেন। তারপরেই আদালত শিহাবকে খালাস করে দেয়।
কিন্তু রাজ্যজুড়ে বিভিন্ন থানায় একাধিক পুলিশকর্মীর বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ আসতেই তড়িঘড়ি প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়, পুলিশকর্মী হলেও এই ধরনের অপরাধ একেবারেই বরদাস্ত করা হবে না। তারপরেই শিহাবকে এক মাসের জন্য সাসপেন্ড করা হয়। গত বুধবার তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।