পঞ্চায়েত নির্বাচনের আগে সংযোগ যাত্রায় বেরিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ল অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আজ তিনি যাবেন সেই দোমোহনী হাটে, গত বছর ১২ জুলাই ধূপগুড়িতে সভা করতে যাওয়ার পথে ময়নাগুড়ির যে হাট সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
উল্লেখ্য, ওই দিন ধূপগুড়িতে সভা করতে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা অভিষেকের গাড়ি থামিয়ে তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন। তারপরই তিনি কথা দিয়েছিলেন হাটটি সংস্কার করে দেবেন এবং সেখান থেকেই জেলাপরিষদের সভাধিপতিকে ফোন করে বিষয়টি বলেন। সেই মতো গত বছর ১৫ অগস্ট এই হাটটি সংস্কারের সূচনা হয়। গত ২৪ মার্চ হাটটি ব্যবসায়ীদের জন্য খুলে দেওয়া হল। হাটটি সংস্কার হওয়ায় প্রচুর ব্যবসায়ী উপকৃত হন। রাজ্যসভার এক সাংসদ তহবিল থেকে ২৬ লক্ষ টাকা এবং জেলা পরিষদের তহবিল থেকে ৮৯ লক্ষ ৮১ হাজার ৭৩৫ টাকা ব্যায়ে এই হাটটি সংস্কার করা হয়।