আমাদের অ্যাথলিটরা বিচারের আশায় রাস্তায় বসে রয়েছেন, সেটা দেখে কষ্ট হচ্ছে। প্রত্যেক মানুষকে সুরক্ষিত রাখাটা দেশবাসী হিসাবে আমাদের কর্তব্য- এমনটাই বার্তা দিলেন অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া।
গত রবিবার থেকে কুস্তি ফেডারেশনের সচিবের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে ধর্ণায় বসেছেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। ইতিমধ্যেই তাঁদের সমর্থনে মুখ খুলেছিলেন ব্যক্তিগত বিভাগে ভারতের প্রথম সোনাজয়ী অভিনব বিন্দ্রা। এবার মুখ খুললেন নীরজও।
শুক্রবার টুইট করে নীরজ লেখেন, ‘আমাদের অ্যাথলিটদের যেভাবে বিচার চাইতে হচ্ছে সেটা দেখে খুব কষ্ট হচ্ছে। অনেক পরিশ্রম করে আমাদের দেশকে বিশ্বের দরবারে গর্বিত করেছেন তাঁরা। তাই দেশবাসী হিসাবে আমাদের উচিত তাঁদের প্রত্যেকের মর্যাদা রক্ষা করে সুরক্ষিত রাখা। অ্যাথলিট হোন বা সাধারণ মানুষ, প্রত্যেকের মর্যাদা অক্ষুণ্ণ রাখা দরকার’।
এরপরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করতে অনুরোধ জানান ভারতের সোনার ছেলে। টুইটে তিনি লেখেন, ‘এখন যা হচ্ছে, সেটা কখনই হওয়া উচিত ছিল না। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করতে হবে। কর্তৃপক্ষের উচিত এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া। অ্যাথলিটদের সুবিচার দিতে হবে’।