দেশের কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের বৃহত্তর আন্দোলন। দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন তাঁরা।
ব্রিজভূষণ আবার বিজেপি সাংসদও। তিনি জাতীয় শিবির চলাকালীন দেশের একাধিক মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনও করেছেন। এ ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। ওই কুস্তিগিররা যন্তরমন্তরের সামনে ধর্নায় বসেছেন।
তার মধ্যেই মমতা এদিন টুইট করে জানিয়েছেন, ‘আমাদের অবশ্যই দেশের কুস্তিগিরদের বিক্ষোভের পাশে থাকতে হবে। ওঁরা সত্যিকারের চ্যাম্পিয়ন। তাঁদের জন্য দেশের গর্ব করা উচিত। বহু সাফল্য এসেছে তাঁদের হাত ধরে।’ তিনি আরও লিখেছেন, ‘ওঁরা এই বিষয়ে নিজেদের বক্তব্য রাখছেন। এই নিয়ে বিচার চলবে, দেষীকে শাস্তিও পেতে হবে। রাজনৈতিক ছায়ায় থাকলেও শাস্তি অনিবার্য। সত্যের জয় হবেই।’
মমতার এই টুইটের পরে সারা দেশ থেকে সমর্থন পাচ্ছেন। কারণ দেশের কুস্তিগিররা আগেই জানিয়েছিলেন, তাঁরা এই লড়াইয়ে সব দলগুলিকে পাশে চান। তৃণমূল নেত্রী পাশে দাঁড়ানোর ভিনেশদের হাত আরও শক্ত হল। শুধু মমতাই নন, শুক্রবার কুস্তিগিরদের সমর্থনে কথা বলেছেন কপিল দেব ও সোনার ছেলে নীরজ চোপড়া। তাঁরাও বলেছেন, দোষীকে শাস্তি পেতেই হবে।