অভিনব পদক্ষেপ নিল রাজ্য সুরক্ষা কমিশন। আগামীকাল, অর্থাৎ ২৯শে এপ্রিল ইডেনে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্স। আইপিলের এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির থাকবে চল্লিশজন খুদে।
উল্লেখ্য, দুটি চাইল্ড কেয়ার ইনস্টিটিউটের ৪০ জন বাচ্চা মাঠে গিয়ে আগামীকাল টি-টোয়েন্টি দ্বৈরথ উপভোগ করবে বলে জানা গিয়েছে। রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের তরফে নেওয়া হয়েছে এহেন উদ্যোগ।