শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ইতিমধ্যেই শেষ হয়েছে পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখার কাজ। এ বার অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু করা হবে। শনিবার থেকেই এই প্রক্রিয়ার কাজ শুরু হচ্ছে। চলবে ১লা মে পর্যন্ত। এই মর্মে মুখ্য পরীক্ষকদের উদ্দেশে বিজ্ঞপ্তি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার সকাল ১১টা থেকে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু করা হবে। এই প্রক্রিয়া চলবে আগামী ১লা মে, সোমবার মধ্যরাত পর্যন্ত। স্বচ্ছতা বজায় রাখতেই অনলাইনে এই প্রক্রিয়া করা হবে বলে উল্লেখ করা হয়েছে। অনলাইনে নম্বর যাচাইয়ের জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেটি হল www.wbbsedata.com।
প্রসঙ্গত, এর আগে,পর্ষদ সূত্রে জানা গিয়েছিল, মাধ্যমিক পরীক্ষার পর উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় খাতা দেখা, নম্বর দেওয়া থেকে শুরু করে যাচাই পদ্ধতি অর্থাৎ ফলপ্রকাশের আগে পর্যন্ত মোট ৫টি ধাপ পেরোতে হয় পর্ষদকে। তার মধ্যে ২টি ধাপ হল উত্তরপত্র নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব এবং তা যাচাই পদ্ধতি। এই ২টি ধাপ প্রতি বারের মতো হাতেকলমে না করে অনলাইনে করতে চায় পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ প্রক্রিয়া দ্রুততর করে তুলতেই পর্ষদ এহেন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।