পর্যটকদের জন্য এল নতুন সুখবর। এবার কলকাতাতেও সরকারিভাবে চালু হতে চলেছে হোম স্টে। জানা গিয়েছে, ইতিমধ্যে পাঁচটি আবেদন এসেছে। পুরসভার সূত্রে জানা গিয়েছে, আপাতত শ্যামবাজার, চৌরঙ্গী লেন, লেক গার্ডেন্স, লেক মার্কেট চত্বর, প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে হোম স্টে তৈরির জন্য আবেদন এসেছে। আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা পুরসভা ও রাজ্য পর্যটন দফতর সেগুলিকে অনুমোদন দিতে চলেছে বলে জানিয়েছে সূত্র। কাজে গতি আনতে রাজ্য পর্যটন দফতর এবং কলকাতা পুরসভার সমন্বয়কারী হিসেবে একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এক নোডাল অফিসার দুই তরফের মধ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, এই প্রথম নিজেদের বাড়িতে হোম স্টে খুলতে চাইছেন অনেকেই। কলকাতায় ব্যক্তিগত মালিকানার বাড়ির সংখ্যা অগুনতি। বাড়িগুলিকে হোটেল হিসেবে বা পিজিকে ভাড়া দিয়ে মালিকরা আয় করেন। সরকারের কাছে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই। সাফ কথায়, গোটা বিষয়টাকে সামগ্রিকভাবে একটি নির্দিষ্ট নিয়মের আওতায় আনতে চাইছে রাজ্য। যারা হোম স্টে খুলতে চাইছেন, এমন প্রত্যেক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে। অতিথি আপ্যায়ন নিয়েও তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পুরো বিষয়টি সরকারি ব্যবস্থায় এলে, মালিক ও অতিথি, উভয়পক্ষই উপকৃত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
