গত বছর জুলাই মাসেই ধূপগুড়িতে সভা করেছিলেন তিনি। এরপর সেপ্টেম্বরে মালবাজারে চা-বাগানের শ্রমিকদের নিয়েও সভা করেন৷ সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর সেদিকে তাকিয়ে ফের জলপাইগুড়ি জেলা সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, দলের শ্রমিক সংগঠনকে সামনে রেখে অভিষেক আগামী দিনে ফের চা শ্রমিকদের নিয়ে সমাবেশ করবেন।
উল্লেখ্য, শ্রমিক সংগঠনকে সামনে রেখে দক্ষিণবঙ্গের হলদিয়ায় একটি সমাবেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ির মোট ১৬৬টি চা বাগানে গেট মিটিং শুরু হয়েছে। রাজ্য নেতৃত্বকে এখানে বিনা নোটিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকদের স্বার্থে লাগাতার গেট মিটিং কর্মসূচি চালাতে বলা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর জলপাইগুড়ির মালবাজারে চা বাগান সংগঠনের সম্মেলন হয়। সেখানেও চা-শ্রমিকদের জন্য নানা সুবিধার কথা বলেছিলেন অভিষেক।
গত ১০ সেপ্টেম্বর মালবাজার ন্যাশনাল ক্লাব ময়দানে হয় প্রকাশ্য সমাবেশ। ওই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বন্ধ চা–বাগান খোলা, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা খাতে অসম ও বাংলার জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা না পাওয়া, শ্রমিকদের পিএফ এবং আধার সংযোগের জন্য পরিকাঠামোর অভাব–সহ নানা বিষয়ে অভিষেক সরব হয়েছিলেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চা সুন্দরী প্রকল্প, বিনামূল্যে রেশন-সহ নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন অভিষেক।