বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর ব্যাপারে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মাইলফলক নির্দেশ দিয়েছেন। তা নিয়ে যখন বাংলার রাজনীতি আন্দোলিত তখন বিস্ফোরক অভিযোগ করলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের অভিযোগ, বিজেপি ভোটের লড়াইয়ে বাংলায় পেরে উঠছে না। তাঁরা বিচারব্যবস্থার এক-দুজনকে কাজে লাগিয়ে গত ২২ মাসে ২৩ টি সিবিআই করিয়েছে। অভিষেক বলেন, এ কথাটা আমি ২৯ মার্চও বলেছিলাম। তার পর এ মাসে আরও ৩ টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ গত ২৪ মাসে ২৬টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিষেকের কথায়, খুব ভাল করে দেখলে বোঝা যাবে নির্দিষ্ট ভাবে এক বা দুজন বিচারপতি করছেন। এই সব মামলাকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে গেলে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ আদালত তা খারিজ করে দিচ্ছে।
কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেকের ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, সিবিআইয়ের উচিত দরকার হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সেই মামলা সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ এর আগে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে অভিষেক সম্পর্কে মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।