শুক্রবার কলকাতার ধর্মতলা চত্বরে প্রবল অশান্তি ও বিশৃঙ্খলা ছড়াল বিজেপির রাজভবন অভিযানকে ঘিরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতির পাশাপাশি একটা সময় ভেঙে ফেলা হল ব্যারিকেডও। আজ বিকেল ৪টা নাগাদ রাজ্যপালের বাসভবনের অদূরে রানি রাসমণি অ্যাভিনিউয়ে এই ঘটনা ঘটে। যার জেরে গ্রেফতার করা হল বিজেপির যুবমোর্চা রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ-সহ ৪৩ জনকে। কালিয়াগঞ্জের নাবালিকার মৃত্যুর ঘটনায় প্রশাসনের ভূমিকার প্রতিবাদে কলকাতায় রাজভবনে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচী নিয়েছিল বিজেপির যুব মোর্চা।
আজ কলেজ স্কোয়্যার থেকে একটি মিছিল যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীলের নেতৃত্বে এস এন ব্যানার্জি রোড হয়ে পৌঁছয় ধর্মতলা। মিছিলের পুরভাগে ছিলেন কলকাতা উত্তরের বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষও। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি চলছে বিজেপি যুব মোর্চার কর্মীদের। এরপর পুলিশের দেওয়া ব্যারিকডে ভাঙতে মত্ত ছিলেন বিজেপির যুব মোর্চার কর্মীরা।