সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে এবার গঙ্গাবক্ষে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশে শান্তির বার্তা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। চৈতন্য দেবের পাদুকা নবদ্বীপ থেকে আসছে কলকাতায়। সেই উপলক্ষে ভবানীপুরে বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে পুজোর। গঙ্গাজল দিয়ে চৈতন্যদেবের পাদুকা ধুয়ে পূজা করবেন কামারহাটির বিধায়ক। আরবতাই বুধবার হাতে কলসি নিয়ে গঙ্গাজল আনতে বাবুঘাটে পৌঁছন তিনি।
গঙ্গায় ডুব দিয়ে কলসি হাতে মদন বলেন, ‘আমাদের ইতিহাস অনুযায়ী গৌরাঙ্গ মহাপ্রভু পুরী গিয়েছিলেন। পুরীর মন্দিরে প্রবেশও করেছিলেন। কিন্তু তারপর তার কী হয় তা ইতিহাসে কেউ জানে না। যে সময়ে ভারতবর্ষ অশান্ত হয়ে উঠেছিল সেই সময় তিনি প্রেমের মাধ্যমে মানুষকে কাছে টেনে নিয়েছিলেন। যতদিন চন্দ্র-সূর্য থাকবে, ততদিন গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে রহস্য থাকবে।’
তিনি আরও বলেন, ‘থানেশ্বর আশ্রমে গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা যুগল তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী আজীবন পূজা করে এসেছেন। মহাপ্রভুর চরণ যুগল সামনে রেখে আমরা শপথ নেব ভারতবর্ষের বুকে যে একদল মানুষ চারিদিকে হিংসা ছড়াচ্ছে, যারা বাংলা আর ভারতের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, তাদের সরিয়ে আমরা বাংলাকে নবজাতকের বাসযোগ্য করে যাব।’