ছবি পরিচালনার থেকেও তিনি সমাজ মাধ্যমে বেশি সক্রিয়। যার ফলে হামেশাই বিতর্কে জড়ান। সাম্প্রতিক ঘটনা থেকে শুরু করে দেশের রাজনৈতিক বিষয়, সবেতেই নিজের মতামত জানান বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। যা একাধিক বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি কলকাতায় মুসলিম অধ্যুষিত এলাকার এক শপিংমল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার এক বইয়ের প্রচার করতে গিয়েও কটাক্ষের শিকার হলেন তিনি।
সূত্রের খবর, লেখক সুভাষ কাকের নতুন বই ‘দ্য আইডিয়া অফ ইন্ডিয়া: ভারত অ্যাজ় আ সিভিলাইজ়েশন’-এর প্রচারে এখন ব্যস্ত ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এর পরিচালক। বিভিন্ন জায়গা ঘুরে প্রচারের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বিবেক এই বই নিয়ে পোস্ট করেন। টুইটারে তিনি ঘোষণা করেন, যাঁদের এই বইটি কেনার সামর্থ্য নেই, তাঁদের তিনি বিনামূল্য বই দেবেন।
ব্যস! এখানেই বিতর্কের সূত্রপাত। বিবেকের এই সিদ্ধান্তকেই কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মধ্যে একজন সেই টুইট রিটুইট করে বলেন, ‘আর্থিকভাবে দুর্বলদের বিনামূল্যে বই বিলি করার চেয়ে তাঁদের পেট ভরানোর জন্য খাবার খাওয়ালেই তো পারেন। পাল্টা জবাব দেন বিবেকও। তিনি ওই ব্যক্তিকে আবার লেখেন, ‘সব কাজ যদি আমিই করি, তা হলে আপনি কী করবেন’?