ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাবি দৌড়ে ফের ধাক্কা খেল আর্সেনাল। বুধবার রাতে তাদের ৪-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। জয়ের নায়ক কেভিন দ্য ব্রুইন। বেলজিয়ামের তারকা ৭ ও ৫৪ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। দুটি গোলই করান আর্লিং হালান্ড। প্রধমার্ধের শেষ দিকে জন স্টোনস সিটির হয়ে তৃতীয় গোল করেন। ৮৬ মিনিটে আর্সেনালের রব হোল্ডিং ব্যবধান কমান। তাতে অবশ্য লাভ হয়নি। ম্যাচের সংযুক্ত সময়ে ম্যান সিটির চতুর্থ গোলটি করেনহালান্ড।
উল্লেখ্য, এই জয়ের ফলে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকলেও আর্সেনালের সঙ্গে ম্যান সিটির পয়েন্টের পার্থক্য দাঁড়াল ২। শীর্ষে থাকা মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৫। এ দিনের অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ০-২ হেরেছে চেলসি। পাশাপাশি লিভারপুল ২-১ হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। এই জয়ে ছ’নম্বরে উঠে এল লিভারপুল (৩২ ম্যাচে ৫৩)। চেলসির পয়েন্ট ৩২ ম্যাচে ৩৯। পয়েন্ট তালিকায় একাদশতম স্থানে রয়েছে তারা।
