এবার অ্যাপ ক্যাবগুলির ভাড়া সম্পর্কিত সমস্যা দূরীকরণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। প্রসঙ্গত, অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে সংস্থাগুলির বিরুদ্ধে ক্যাব চালক থেকে শুরু করে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। এই সমস্যার সমাধানে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পরিবহণ সচিব সৌমিত্র মোহনের কাছে অভিযোগ জানিয়ে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে ক্যাব অপারেটরদের সংগঠন অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড। তাদের দাবি, কিলোমিটার পিছু ন্যূনতম ভাড়া ঠিক করে দিক পরিবহণ দফতর। সংগঠন পরিবহণ দফতরের কাছে এনিয়ে চিঠি দিয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে অ্যাপ ক্যাব সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসবে রাজ্য।
এবিষয়ে সংগঠনের বক্তব্য, তারা রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে পরিষেবা দিচ্ছে। কিন্তু, তাদের জন্য সরকার ভাড়া নির্ধারণ করে দেয়নি। তারা চাইছেন কিলোমিটার প্রতি ন্যূনতম ভাড়া ঠিক করে দিক রাজ্য সরকার। এছাড়া, ভাড়া নিয়ে চালক এবং যাত্রীদের ওলা, উবের সংস্থার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। পাশপাশি কিছু সংস্থা ভাড়া নিয়ে সরকারের নির্দেশ মানছে না। তাতে ক্ষুব্ধ রাজ্যের পরিবহণ দফতর। সেই বিষয় বৈঠকে আলোচনা করা হবে। যদিও কবে বৈঠক হবে সেবিষয়ে এখনও পরিবহণ দফতরের তরফে কিছু জানানো হয়নি। তবে শীঘ্রই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। মূলত অ্যাপ সংস্থাগুলির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা করা হবে বৈঠকে।
এপ্রসঙ্গে অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারের কাছে অনুমতি নিয়ে পরিষেবা দিয়ে থাকে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। অথচ তাদের জন্য নূন্যতম ভাড়া ঠিক করে দেওয়া হয়নি। এরকম চলতে থাকলে অনলাইন ক্যাব পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা চাইছি এ বিষয়ে সিদ্ধান্ত নিক পরিবহণ দফতর।” জানা গিয়েছে, পরিবহণ দফতরের সঙ্গে বৈঠকে অ্যাপ ক্যাব মালিকদের পাশাপাশি চালকরাও থাকবেন। ক্যাব মালিকদের অভিযোগ, কোভিড পরিস্থিতির আগে ৩০ থেকে ৩৫ হাজার ক্যাব চলত। তবে কোভিড পরিস্থিতির পর এখন ১০ থেকে ১২ হাজার ক্যাব চলছে। ক্যাব সংস্থাগুলি পরিষেবা ও কর বাবদ ৩০ থেকে ৩৫ শতাংশ টাকা কেটে নিচ্ছে। তারপরে যা পড়ে থাকছে, তাতে ক্যাব পরিষেবা দেওয়া সম্ভব নয়। সমস্ত অভিযোগের ভিত্তিতে বৈঠকে আলোচনা করা হবে বলেই জানা গিয়েছে পরিবহণ দফতর সূত্রে।