কর্ণাটকে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তিনি মন্তব্য করেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে দাঙ্গা হবে। বিজেপি শাসিত রাজ্যে দাঙ্গা হয় না।’
শাহের এই মন্তব্যের বিরুদ্ধে আগেই নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে কংগ্রেস। এবার বেঙ্গালুরুর একটি থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেসের প্রথমসারির দুই নেতা রাজ্য সভাপতি ডিকে শিবকুমার এবং কর্নাটকে দলের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা। শাহের বিরুদ্ধে কংগ্রেসের মূল অভিযোগ, তিনি ভোটের স্বার্থে ধর্মীয় বিভাজনের রাস্তা নিয়েছেন। কালিমালিপ্ত করেছেন বিরোধী দলকে।
শাহের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বিধিভঙ্গের অভিযোগ নতুন নয়। প্রায় সব ভোটেই তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। ২০১৯-এর লোকসভা ভোটের প্রচারে একাধিক অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে
গত বছর নভেম্বরে গুজরাতের ভোটের প্রচারেও তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ উঠেছিল। নাম না করে গুজরাত দাঙ্গার প্রসঙ্গ টেনে মন্তব্য করেছিলেন, ওদের এমন শিক্ষা দেওয়া হয়েছিল যে তারপর থেকে রাজ্য শান্ত আছে। বিরোধীরা অভিযোগ তুলেছিল শাহ আসলে ‘ওদের’ বলতে মুসলিমদের ইঙ্গিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্য নিয়েও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের হয়েছিল।