সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, পুলওয়ামায় সিআরপি কনভয়ে জঙ্গি হামলার পিছনে সরকারি ব্যর্থতার কথা বলায় প্রধানমন্ত্রী তাঁকে চুপ থাকতে বলেছিলেন। আর তারপরই কেন্দ্রের ‘রক্তচক্ষুর’ মুখে পড়তে হয়েছে সত্যপাল মালিককে। তবে তাতে দমে না গিয়ে এবার ফের বিস্ফোরক দাবি করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল। বললেন, ‘অনেক আগেই আমি পুলওয়ামা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। রাজ্যপাল পদ ছাড়ার পর হামলা নিয়ে প্রশ্ন তুলিনি। বরং ২০১৯ সালে পুলওয়ামা হামলার দিনই প্রশ্ন তুলেছিলাম।’
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি অভিযোগ করেছিলেন, রাজ্যপাল পদ ছাড়ার পর পুলওয়ামা হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন সত্যপাল মালিক। তাঁর সাফাই, বিজেপি এমন কিছু করেনি যা ঢাকতে হবে। আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন (রাজ্যপাল পদ ছাড়ার পর) করার পর কেউ যদি অভিযোগ করেন, মানুষ তার প্রকৃত বিচার করবে। শাহের এই অভিযোগের পালটা জবাব দিতেই ওপরের মন্তব্যটি করেন সত্যপাল। তাঁর অভিযোগ, গোয়েন্দা ব্যর্থতা ও এয়ারক্রাফ্ট না পাওয়ার ফলেই হামলার মুখে পড়তে হয় সিআপরিএফকে।