একমাস কেটে গিয়েছে। এখনও তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নয়াদিল্লি নিয়ে গিয়েছে। কিন্তু আসানসোল আদালতে এখনও চলেছে কেষ্টর বিরুদ্ধে হওয়া সিবিআইয়ের মামলা। আজ, বৃহস্পতিবার সেই মামলায় আসানসোলে আদালতে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতিকে। তখন আদালতে বিচারক অনুব্রতর কাছে জানতে চান, ‘আপনি তিহাড় জেলে কেমন আছেন?’ তখনই সুযোগ পেয়ে জামিনের আর্জি জানান অনুব্রত এবং সিবিআইয়ের মামলা থেকে অব্যহতি চেয়েছেন।
এদিন ঠিক কী ঘটল আদালতের ভার্চুয়াল শুনানিতে? বিচারক: কেমন আছেন? অনুব্রত : শরীর ভাল নেই। বিচারক: আসানসোল জেলে ফেরার যে আবেদন করেছিলেন সেটার বিচার হয়ে গেছে? অনুব্রত: সেটা চলছে। আপনি চেয়ে নিতে পারেন। বিচারক: কিছু সমস্যা থাকলে বলুন। অনুব্রত : এমনি সব ঠিক আছে। বিচারক: সাইগাল? শরীর ঠিক আছে? অনুব্রত: সিবিআই কেসে বেল দিয়ে দিন। এসব ফলস কেস। বিচারক: আমি কী বুঝি আর কী জানি তার ভ্যালু নেই, কাগজ শেষ কথা।
আদালতে অনুব্রতর আর্জি সূত্রেই মনে করা হচ্ছে মেয়ের গ্রেফতারির খবর এখনও কানে পৌঁছায়নি তাঁর। এদিকে, অনুব্রত মণ্ডলকে তিহার জেল থেকে আসানসোল জেলে স্থানান্তর করার আর্জির শুনানি আজ হবে দিল্লির রউজ অ্যাভিনিউ আদালতেই। সেখানেই আবার এদিনই তোলা হবে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও।