মহাত্মা গান্ধীর স্বপ্নের পঞ্চায়েত গড়াই লক্ষ্য। রক্তহীন পঞ্চায়েত ভোট, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দ্বিতীয় দিনের সভা থেকে এমনই বার্তা দিলেন তিনি।
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গান্ধীজির সময়ও যাত্রা হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আমরা এই যাত্রা করছি’। তিনি আরও বলেন, ‘বাংলার যে প্রথা ৭২ সাল থেকে চলে আসছে যে, পঞ্চায়েত মানেই দুর্নীতি, পঞ্চায়েত মানেই সন্ত্রাস। গান্ধীজি যে পঞ্চায়েত গড়ে তুলতে চেয়েছিলেন, ৭২ সালে কংগ্রেস সরকার আর তারপর বামেদের সময় পরপর সন্ত্রাস হয়েছে। একেকটা ভোট ১০০,১২০,১৪০ জনের মৃত্যু হয়েছে। সেই পরিস্থিতির পরিবর্তন চাই বলে মানুষের কাছে এসেছি। এই প্রথা ভাঙতে এসেছি।” অভিষেকের আরও সংযোজন, ‘মানুষকে সেই প্রথা ভাঙতে হবে। প্রগতিশীল গঠনমূলক মানুষের পঞ্চায়েত গড়তে চাই, কেউ আটকাতে পারবে না।
অভিষেকের কথায়, ‘আমরা বছর ক্ষমতায় আছি। কী দরকার ছিল আসার! কাউকে পাঠিয়ে মতামত নিলেই হত। বন্ধ ঘরে সিদ্ধান্ত হত কে প্রার্থী। আমরা এক ধাপ এগিয়ে শুরু করেছি। মানুষ তাদের প্রার্থী ঠিক করবে।