ফের নৃশংস ঘটনার সাক্ষী রইল বিজেপিশাসিত মধ্যপ্রদেশ। বিবাহপ্রস্তাব প্রত্যাখ্যান করায় দিনদুপুরে প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে গুলি করে খুনের অভিযোগ ঊঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধর শহরে৷ নিহত তরুণীর নাম পূজা। অভিযুক্ত যুবক দীপক রাঠৌর গত দুই বছর ধরে রাস্তায় পূজাকে উত্ত্যক্ত করত। তাঁকে বার বার বিয়ের প্রস্তাব দিত। পূজা তাঁকে প্রত্যাখ্যান করেছিল। সেকারণেই দীপক এমন ঘটনা ঘটিয়েছে বলে অনুমান সবার। স্থানীয় সূত্রে খবর, তরুণী একটি রেস্তোরাঁয় কাজ করতেন। ব্রহ্মকুণ্ড এলাকায় থাকতেন মা এবং দুই বোনের সঙ্গে। বুধবার সকালে পূজা কাজে যাচ্ছিলেন। তখন তার মুখোমুখি হন অভিযুক্ত যুবক। আবারও বিয়ের প্রস্তাব দেন। এবার তরুণী চিৎকার করে লোক জড়ো করার হুমকি দেন। তখনই বন্দুক উঁচিয়ে তরুণীকে গুলি করে দীপক। প্রত্যক্ষদর্শীরা জানান, পূজা মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে।
প্রসঙ্গত, বুধবার দীপককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে বৃহস্পতিবার সকালে পুলিশ দীপককে গ্রেফতারের চেষ্টা করলে সে পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায়। গুলিতে এক পুলিশ আধিকারিক আহতও হন। পুলিশও পাল্টা গুলি চালালে তা দীপকের পায়ে লাগে। এর পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, দীপকের বিরুদ্ধে আরও অভিযোগ আছে বলে জানিয়েছে সূত্র। সরকারি জমিতে অবৈধ ভাবে বাড়ি তৈরি করেছিলেন দীপক। সেই অভিযোগে পুলিশ দীপকের বাড়িও ভেঙে দিয়েছে। পূজার মৃত্যুতে শোকস্তব্ধ সারা এলাকা। তুমুল ক্ষুব্ধ স্থানীয় মানুষ। দীপকের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তাঁরা।