সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের তদন্তের পর এপ্রিলের প্রথম সপ্তাহে নিজেদের রিপোর্ট জমা দিয়েছে বক্সার মেরি কমের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি। কিন্তু সরকার এখনও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি। উপরন্তু রবিবার দিল্লীর কন্নট প্লেস থানায় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়, পুলিশ এফআইআর দায়ের করতে চায়নি। আর তাই যন্তর মন্তরে ফের ধর্না শুরু করেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাট-সহ দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকেই ভারতের সেরা কুস্তিগিররা যন্তর মন্তরে ধরনা শুরু করেছিলেন। সেই সময়ে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন তাঁরা। কিন্তু আইনি পথে কোনও অভিযোগ দায়ের হয়নি বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে। কিন্তু সুবিচার না পেয়ে এবার আইনি লড়াইয়ের পথে হাঁটছেন বজরং পুনিয়া, সাক্ষি মালিক, ভিগেশ ফোগতরা। অন্যদিকে তাঁদের এই ধর্নায় সব রাজনৈতিক দলকে যুক্ত হওয়ার ডাক দিয়েছেন বজরং। তিনি বলেছেন, ‘এ বার আমরা চাই যে কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টির মতো সব দল আমাদের সমর্থন করুক। পাশে দাঁড়াক। সবাইকে স্বাগত। কারণ, আমরা কোনও রাজনৈতিক দলের নই। এই লড়াই কুস্তিগিরদের জন্য লড়াই।’