আবহাওয়া পরিবর্তন হতেই দেশজুড়ে বাড়তে শুরু করেছে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা। আর এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। যার ফলস্বরূপ ভারতে হু হু বৃদ্ধি পেতে শুরু করেছে সংক্রমণ। গত দু’দিন সামান্য কম থাকলেও এবার ফের লাফিয়ে বাড়ল তা।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬২৯ জন। গতকাল যা ৬ হাজারের সামান্য বেশি ছিল। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় বলি হয়েছেন ২৯ জন। যা আগের দিনের থেকে ৫ বেশি। করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৩৯৮ জন। যদিও স্বস্তি দিয়ে অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৬১ হাজার ১৩।
