নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আগেই ক্ষোভের আগুন ছড়িয়েছিল গোটা এলাকায়। আর তার ফলস্বরূপ মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ থানায় হামলা চালায় বিক্ষোভকারীরা। মঙ্গলবার বিক্ষোভকারীরা থানায় ঢুকে পড়ে পুলিশকে বেধড়ক মারধর করে। দুই সিভিক ভলান্টিয়ারকে পিটিয়ে আধমরা করে দেয় তারা। এবার এ নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা পুলিশের গায়ে হাত তুলেছিল তাদের গ্রেফতারের নির্দেশ দিলেন তিনি।
বুধবার নবান্নে প্রশাসনিক রিভিউ বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। সূত্রের খবর, পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন করেন, পুলিশের ইন্টালিজেন্সের এমন খারাপ অবস্থা কেন? অত লোক একসঙ্গে জমায়েত করল, আর পুলিশ আগাম জানতেও পারল না। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ লাঠিচার্জ করতে দেরি করল কেন?
উল্লেখ্য, কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভকারীরা ঢুকে পড়ে শুধু পুলিশকে পেটায়নি, থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। থানার মধ্যে থাকা গাড়ি, মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। এ ঘটনার রিপোর্ট পেয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, থানা জ্বালিয়ে দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে। এই বেয়াদপি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। কারা এর পিছনে ইন্ধন জোগাচ্ছে খবর নিন। তাদেরও গ্রেফতার করুন। আর যারা সরকারি সম্পত্তিতে আগুন লাগাচ্ছে, তাদের বিরুদ্ধে নতুন আইনে মামলা করুন।